I League : জৈব সুরক্ষা বলয় ভেঙে করোনায় আক্রান্ত ফুটবলাররা, আপাতত স্থগিত হয়ে গেল আই লিগ
করোনার জন্য মাঝপথে প্রতিযোগিতা বন্ধ করে দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। চলতি বছরেই মে মাসে কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় স্থগিত করে দেওয়া হয়েছিল আইপিএল। এবার করোনার হানা আই লিগে। বেশ কয়েকজন ফুটবলার ও সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হতেই স্থগিত করে দেওয়া হল আই লিগ। ২৬ ডিসেম্বর থেকে কলকাতায় শুরু হয়েছে আই লিগ। নিয়মিত ফুটবলারদের করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবারও ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে ১৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। সবথেকে বেশি আক্রান্ত হয়েছে রিয়াল কাশ্মীর দলে। তাদের ৫ জন ফুটবলার ও ৩জন সাপোর্ট স্টাফের রিপোর্ট পজিটিভ এসেছে। মহমেডান ও শ্রীনিধি ডেকান এফসির একজন করে ফুটবলার করোনায় আক্রান্ত। ফুটবলারদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়েই নড়েচড়ে বসেন ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা। বুধবার সকালে আইলিগে অংশগ্রহনকারী ক্লাবের ম্যানেজারদের নিয়ে জরুরী ভিত্তিতে ভিডিও কলে বৈঠক করেন ফেডারেশন কর্তারা। তখনই আভাস দেওয়া হয় স্থগিত হতে পারে আই লিগ। এদিন বিকেলে আই লিগ কমিটির চেয়ারম্যান সুব্রত দত্তের নেতৃত্বে নিজেদের মধ্যে জরুরি বৈঠক করেন ফেডারেশন কর্তারা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ৩০ ও ৩১ জানুয়ারির সব ম্যাচ স্থগিত রাখা হবে। ১ এবং ৩ জানুয়ারি সব ফুটবলার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হবে। রিপোর্ট পাওয়ার পর ৪ জানুয়ারি নিজেদের মধ্যে বৈঠক করবেন ফেডারেশন কর্তারা। তারপর সিদ্ধান্ত হবে আবার কবে আই লিগ। জৈব সুরক্ষা বলয়ে থেকেও কীভাবে রিয়েল কাশ্মীরের ফুটবলাররা করোনায় আক্রান্ত হলেন, তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, ২৫ ডিসেম্বর জৈব সুরক্ষা বলয় ভেঙে হোটেলে শ্রীনিধি ডেকান, রিয়েল কাশ্মীর ও রাজস্থান এফসির ফুটবলাররা উৎসবে মেতে উঠেছিলেন। এর ফলে ৭টা দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।